ছাব্বিশ তারিখ দিন দুপুরে
জীবন মায়া ত্যাগ করে;
গোলা বারদ বন্দুক কাঁধে
জিয়া গেল কালুর ঘাটে।
প্রাণপণে সেদিন যুদ্ধ করে
স্বাধীন করল বাংলা দেশ;
স্বাধীন দেশে মানুষ মেরে
নিন্দুকেরা আজ করল শেষ।
স্বাধীনতার ডাক শুনে যার
যুদ্ধে গেলাম স্বদল বলে;
আজ বলে কিনা জিয়া ছিল
পাক শত্রুর সেনা দলে !
হাসবো নাকি কাঁদবো আমি
হিংসুটেরা কি-যে ভয়ঙ্কর !
কথায় কথায় বলে বেড়ায়
জিয়া ছিল নাকি গুপ্তচর!
-------আলী ইউছুফ
হিংসুটেরা ভয়ঙ্কর
Reviewed by Author
on
নভেম্বর ০৪, ২০১৯
Rating:
Reviewed by Author
on
নভেম্বর ০৪, ২০১৯
Rating:









কোন মন্তব্য নেই:
আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।