ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি

------কথা, সুর,শিল্পীঃ হায়দার হোসেন 

স্বাধীনতা কি বৈশাখী মেলায় পান্থা ঈলিশ খাওয়া?
স্বাধীনতা কি বট্মূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কি শহীদ বেদীতে পুশপের সমাহার?
স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায়?
স্বাধীনতা আজ বন্দী আনুষ্ঠানিকতায়?

কি দেখার কথা কি দেখছি!
কি শোনার কথা কি শুনছি!
কি ভাবার কথা কি ভাবছি!
কি বলার কথা কি বলছি!
ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাকে খুজছি।

স্বাধীনতা কি ডাকা শহরের আকাশ চুম্বী বাড়ী?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নরনারী?
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্রান্ড ফ্যাশন শো?
স্বাধীনতা কি দুঃখীনি নারীর জরাজীর্ণ বস্ত্র?
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?
স্বাধীনতা কি অন্যের খোজে কিশোরী প্রমোদবালা?

কি দেখার কথা কি দেখছি!
কি শোনার কথা কি শুনছি!
কি ভাবার কথা কি ভাবছি!
কি বলার কথা কি বলছি!
ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাকে খুজছি।


স্বাধীনতা কি নীরিহ লোকের অকারণে প্রাণ দন্ড?
স্বাধীনতা কি পানির ট্যাংকে গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ
স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ? 
স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের গর্জন?
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বসর্জন?

কি দেখার কথা কি দেখছি!
কি শোনার কথা কি শুনছি!
কি ভাবার কথা কি ভাবছি!
কি বলার কথা কি বলছি!
ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাকে খুজছি।

আজ নেই বর্গি নেই ইংরেজ নেই পাকিস্তানী হানাদার
আজো তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার?
আজ তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা?
আজ তবু কি ভুলতে বসছি স্বাধীনতার ইতিকথা?

কি দেখার কথা কি দেখছি!
কি শোনার কথা কি শুনছি!
কি ভাবার কথা কি ভাবছি!
কি বলার কথা কি বলছি!
ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাকে খুজছি।

ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি  Reviewed by Author on নভেম্বর ০৫, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।

Blogger দ্বারা পরিচালিত.
x

আমরা আপনাকে বিনামূল্যে আমাদের আপডেট গুলি পাঠাতে যাচ্ছি। প্রথমে আপনার অনুলিপি সংগ্রহ করতে, আমাদের মেইলিং তালিকায় যোগ দিন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, অকেজো তথ্য প্রেরণ করে আপনাকে বিরক্ত করবো না। সুতরাং কোনও আপডেট মিস করবেন না, সংযুক্ত থাকুন!