কে বলেছে মৃত তুমি
সাধীনতার ঘোষক জিয়া;
হর হামেশা দেখি তোমায়
রূপসা থেকে পাথুরিয়া।
ছিলে তুমি আছো তুমি
থাকবে হাজার বছর;
যুগে যুগে তোমার নামে
হবে শহর গ্রাম বন্দর।
নদ নদী সবুজ ঘ্রাণ
থাকবে যদ্দিন বহমান;
অমর হয়ে রবে তুমি
শহীদ জিয়াউর রহমান
আমার 'পর খড়গ খাড়া
ছিল আধিপত্য-বাদ;
তুমি যুদ্ধ করে একাত্তরে
ফিরিয়ে দিলে জাতীয়তাবাদ।
------আলী ইউছুফ
শহীদ জিয়াউর রহমান
Reviewed by Author
on
নভেম্বর ০৪, ২০১৯
Rating:
Reviewed by Author
on
নভেম্বর ০৪, ২০১৯
Rating:









কোন মন্তব্য নেই:
আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।