তীর্থের কাক


আমি পরিশ্রান্ত তীর্থের কাক।  
সারাক্ষণ খুঁজে ফিরি জাতীয়তাবাদ
প্রচন্ড তৃষ্ণার্তে ঝাঁকে ঝাঁক।

অসূর এবং অসূয়ার বীভৎস প্রবাহে
আমি আজ আকন্ট নিমজ্জিত।
অচেতন রক্তে সবুজ ধমনী আজ হলুদাভ আমার, 
লোলুপের বিষাক্ত শিখায় আমি অঙ্গার।
   
প্রবাহমান খরস্রোতে হাবুডুবু সেরে 
আমি কখনো কখনো স্নাত হই
নতুন নতুন সপ্ন ডোবায়।
স্বাপ্নিক নয়নে নির্জন ভেলায়
ছুটে চলি সীমাহীন যাত্রায়।

ধূসরের পথে ধাবিত রঙিন প্রজাপতি গুলো
আলতো ধরে সাজাতে চেষ্টা করি
শব্দ আর বর্ণের শোকেসে।

পৃথিবীর মানচিত্র পেরিয়ে অবিরাম এই চলায়-
পিচ্ছিল পথের দূর সীমানায়
হঠাৎ যদি দেখা মেলে তার!
শহীদের রক্তে রাঙ্গা স্বাধীন পূর্ণিমার
কৌমূদী স্নাত জাতীয়তাবাদ আমার ...!!
                                     
                        -------আলী ইউছুফ 

তীর্থের কাক তীর্থের কাক Reviewed by Author on নভেম্বর ০৪, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।

Blogger দ্বারা পরিচালিত.
x

আমরা আপনাকে বিনামূল্যে আমাদের আপডেট গুলি পাঠাতে যাচ্ছি। প্রথমে আপনার অনুলিপি সংগ্রহ করতে, আমাদের মেইলিং তালিকায় যোগ দিন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, অকেজো তথ্য প্রেরণ করে আপনাকে বিরক্ত করবো না। সুতরাং কোনও আপডেট মিস করবেন না, সংযুক্ত থাকুন!