মুক্তিযোদ্ধা


সাতচল্লিশ বছর পেরিয়ে আজো
আমি মুক্তি যুদ্ধের চেতনায়;
উন্নয়নের জোয়ারে দেখি
দেশটি আমার ভেসে যায় !

মুক্তিযুদ্ধের ধারে কাছে
ছিলনা কখনো যারা;
স্বাধীনতার পদক নিয়ে
নেতা মন্ত্রী হল তারা।

যুদ্ধ নাকরে কেমন করে
আজ মুক্তি যোদ্ধা হয় ? 
কেমন করে বীরউত্তম গুপ্তচর; 
আর নাস্তিকরা শহীদ হয় ?? 

চোর ডাকাত দালাল যত
মুক্তি যোদ্ধা হয়ে যায়;
জুতা সেলাই'র পেশা নিয়ে
আসল যোদ্ধা পেট চালায়।

সত্যি কথা বললে মাথায়,
বুকের উপর গুলি চালায়,
সাতচল্লিশ বছর পেরিয়ে আজো   
আমি আছি কেমন স্বাধীনতায় !!

            ----- আলী ইউছুফ
মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা Reviewed by Author on অক্টোবর ২৯, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।

Blogger দ্বারা পরিচালিত.
x

আমরা আপনাকে বিনামূল্যে আমাদের আপডেট গুলি পাঠাতে যাচ্ছি। প্রথমে আপনার অনুলিপি সংগ্রহ করতে, আমাদের মেইলিং তালিকায় যোগ দিন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, অকেজো তথ্য প্রেরণ করে আপনাকে বিরক্ত করবো না। সুতরাং কোনও আপডেট মিস করবেন না, সংযুক্ত থাকুন!