সাতচল্লিশ বছর পেরিয়ে আজো
আমি মুক্তি যুদ্ধের চেতনায়;
আমি মুক্তি যুদ্ধের চেতনায়;
উন্নয়নের জোয়ারে দেখি
দেশটি আমার ভেসে যায় !
মুক্তিযুদ্ধের ধারে কাছে
ছিলনা কখনো যারা;
স্বাধীনতার পদক নিয়ে
নেতা মন্ত্রী হল তারা।
যুদ্ধ নাকরে কেমন করে
আজ মুক্তি যোদ্ধা হয় ?
কেমন করে বীরউত্তম গুপ্তচর;
আর নাস্তিকরা শহীদ হয় ??
চোর ডাকাত দালাল যত
মুক্তি যোদ্ধা হয়ে যায়;
জুতা সেলাই'র পেশা নিয়ে
আসল যোদ্ধা পেট চালায়।
সত্যি কথা বললে মাথায়,
বুকের উপর গুলি চালায়,
সাতচল্লিশ বছর পেরিয়ে আজো
আমি আছি কেমন স্বাধীনতায় !!
----- আলী ইউছুফ
মুক্তিযোদ্ধা
Reviewed by Author
on
অক্টোবর ২৯, ২০১৯
Rating:
Reviewed by Author
on
অক্টোবর ২৯, ২০১৯
Rating:









কোন মন্তব্য নেই:
আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।