জিয়া তোমায় দেখা যায়।
বাংলাদেশের বৃক্ষ ছায়ায়
সবুজ ঘাসে লতায় পাতায়
বাগ বাগিচায় বনের বায়
জিয়া তোমায় দেখা যায়।
পিতার আদর মা'র মমতায়
ভাই বোনের স্নেহের ছায়
খেলার সাথীর নুপুর পায়
জিয়া তোমায় দেখা যায়।
নদীর ধারে ছোট্ট গাঁয়
নীলাচলে মেঘের গায়
বনলতার দোলায় দোলায়
জিয়া তোমায় দেখা যায়।
মা মাটি মানুষ মিলে
রাখাল কৃষক ধানের শীষে
'বাংলাদেশী'র মিলন মেলায়
জিয়া তোমায় দেখা যায়।
স্বাধীনতার ঘোষণায়
মুক্তিযুদ্ধের চেতনায়
দিনরাত থাকি যেথায়
জিয়া তোমায় দেখা যায়।
-------আলী ইউছুফ
জিয়া তোমায় দেখা যায়
Reviewed by Author
on
অক্টোবর ৩০, ২০১৯
Rating:
Reviewed by Author
on
অক্টোবর ৩০, ২০১৯
Rating:









অসাধারণ!
উত্তরমুছুন