মুজিব সেনা মুজিব সেনা
গোল করনা গোল করনা
শোন-না একবার ভাই,
শহীদ জিয়ার ডাক শুনে
যাই সেদিন রণাঙ্গনে
যুদ্ধ করেছি মিলি সবাই।
===============
বাঙ্গালী বাবু-বাঙ্গালী বাবু
সেজে আছিস শুধু শুধু,
প্রাণ খুলে বল্ না হাসি
তুই যে এক বাংলাদেশী।
নেচে গেয়ে দিনরাত
ধুয়া তুলে জঙ্গিবাদ
যাসনে ভুলে রাতারাতি
তোর পরিচয় বাংলাদেশী।
================
================
ছোট চাচা ছোট চাচী
বল তারে কাছে ডাকি-
"করিসনে আর নাচা নাচি",
জয় বাংলার দিন শেষ
শহীদ জিয়ার বাংলাদেশ
গড়বো এবার মিলিমিশি।
=================
------- আলী ইউছুফ
জাতীয়তাবাদী ছড়া -১
Reviewed by Author
on
অক্টোবর ২৯, ২০১৯
Rating:
Reviewed by Author
on
অক্টোবর ২৯, ২০১৯
Rating:









কোন মন্তব্য নেই:
আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।