জিয়া তোমায় দেখা যায়


লাল সবুজের পতাকায়
জিয়া তোমায় দেখা যায়।

বাংলাদেশের বৃক্ষ ছায়ায়
সবুজ ঘাসে লতায় পাতায়
বাগ বাগিচায় বনের বায়
জিয়া তোমায় দেখা যায়।

পিতার আদর মা'র মমতায়
ভাই বোনের স্নেহের ছায়
খেলার সাথীর নুপুর পায়
জিয়া তোমায় দেখা যায়।

নদীর ধারে ছোট্ট গাঁয়
নীলাচলে মেঘের গায়
বনলতার দোলায় দোলায়
জিয়া তোমায় দেখা যায়।


মা মাটি মানুষ মিলে
রাখাল কৃষক ধানের শীষে
'বাংলাদেশী'র মিলন মেলায়
জিয়া তোমায় দেখা যায়।

স্বাধীনতার ঘোষণায় 
মুক্তিযুদ্ধের চেতনায় 
দিনরাত থাকি যেথায়
জিয়া তোমায় দেখা যায়।

    -------আলী ইউছুফ 




              
জিয়া তোমায় দেখা যায় জিয়া তোমায় দেখা যায় Reviewed by Author on অক্টোবর ৩০, ২০১৯ Rating: 5

1 টি মন্তব্য:

আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।

Blogger দ্বারা পরিচালিত.
x

আমরা আপনাকে বিনামূল্যে আমাদের আপডেট গুলি পাঠাতে যাচ্ছি। প্রথমে আপনার অনুলিপি সংগ্রহ করতে, আমাদের মেইলিং তালিকায় যোগ দিন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, অকেজো তথ্য প্রেরণ করে আপনাকে বিরক্ত করবো না। সুতরাং কোনও আপডেট মিস করবেন না, সংযুক্ত থাকুন!