স্বাধীনতার ঘোষকের স্ত্রী;
তিন বারের প্রধান মন্ত্রী;
'দেশনেত্রী' উপাধী যার;
খালেদা জিয়া নাম তার।।
শত নির্যাতন নিপীড়নে
সে আপোষ কভু করেনি,
সবাই বলে দেশের মাতা,
সে গণতন্ত্রের মা-জননী।।
সে গণতন্ত্রের মা-জননী।।
শত্রুরা আজ দল বাঁধল;
কোমর বেঁধে মাঠে নামল;
বেআইনী তাকে ফাঁসাল;
বেআইনী তাকে ফাঁসাল;
বিনা দোষে জেলে দিল।
দেশের মানুষ ফুঁসছে উঠে
দলে দলে আসছে ছুটে;
বীর জনতার বীর হাতিয়ার
গর্জে উঠবে আরেক বার।।
---------আলী ইউছুফ
মা-জননী
Reviewed by Author
on
নভেম্বর ০৬, ২০১৯
Rating:
Reviewed by Author
on
নভেম্বর ০৬, ২০১৯
Rating:









কোন মন্তব্য নেই:
আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।