কবিতার সাথে বন্ধুত্ব


আমি আবার কারো সাথে সম্পর্ক গড়বো। 
ভাবছি এক কবিতার সাথে বন্ধুত্ব করবো ! 

যার রক্তিম ঠোটে ফুটবে পূর্ণিমার হাসি,
কান্নায় ঝরবে চন্দ্রের মহিমা রাশি রাশি।   
সূর্যের দীপ্ততা মননে; 
কৌমুদী আভা বদনে,
চাহনীতে সিংহীর জলন্ত চোখ;
বলনে জাতীয়তার অবিরাম ঝোঁক,
স্বরে সিংহের ব্যগ্রতা;
চলনে চিতার ক্ষিপ্রতা।

এসব থাকলেই তবে সম্পর্ক গড়বো; 
ভাবছি কবিতার সাথে বন্ধুত্ব করবো !

যার কথাগুলো হবে এক একটি কামানের গোলা;
আর সুর গুলো ধারালো তরবারির মত খাপ খোলা,
যে 'বাংলাদেশী' পরিচয়;   
সাহসে দেবে অতিশয়, 
যার শব্দে থেকে বেরুবে বারুদের গন্ধ;
লেখার সারিতে তীরন্দাজের তীক্ষ্ণ ছন্ধ।
জাতীয়তাবাদের মূল মন্ত্রে; 
আগুন জ্বালাবে স্বৈরতন্ত্রে,
 
এমনই কারো সাথে সম্পর্ক গড়বো;
ভাবছি কবিতার সাথে বন্ধুত্ব করবো !

          --------আলী ইউছুফ  
কবিতার সাথে বন্ধুত্ব কবিতার সাথে বন্ধুত্ব Reviewed by Author on নভেম্বর ০৬, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।

Blogger দ্বারা পরিচালিত.
x

আমরা আপনাকে বিনামূল্যে আমাদের আপডেট গুলি পাঠাতে যাচ্ছি। প্রথমে আপনার অনুলিপি সংগ্রহ করতে, আমাদের মেইলিং তালিকায় যোগ দিন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, অকেজো তথ্য প্রেরণ করে আপনাকে বিরক্ত করবো না। সুতরাং কোনও আপডেট মিস করবেন না, সংযুক্ত থাকুন!