মুক্তিযুদ্ধের চেতনাআর না-আর না;
জাতীয়তাবাদের চেতনা
এবার দেবো ঘোষনা।
আওয়ামী লীগ আর কোনদিন
করবোনা-করবোনা;
বাঙালির সাজে আর কোনদিন
সাজবোনা-সাজবোনা।
শেখ হাসিনার ডাকে আর
যাব না-যাব না।
নৌকা মার্কায় ভোট আর
দেব না-দেব না।
জয়বাংলা-জয় 'বন্ধু
আর না-আর না;
বাংলাদেশ জিন্দাবাদ
সবাই মিলে বল্না-বল্না।
দেশের ক্ষতি করবে যারা
তাদের ধারে যাবোনা-যাবোনা;
দেশের ভাল করবে যারা
তাদের পাশ ছাড়বোনা-ছাড়বোনা।
------আলী ইউছুফ
আমার প্রতিজ্ঞা
Reviewed by Author
on
নভেম্বর ০১, ২০১৯
Rating:
Reviewed by Author
on
নভেম্বর ০১, ২০১৯
Rating:








কোন মন্তব্য নেই:
আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।