গণতন্ত্র আজ আমার
বন্দী কারা-গারে;
ভাবছি যদি হত্যা করে
রাতের আঁধারে!
বসল বুজি শকুন ঘাড়ে
স্বাধীনতার টুটি ধরে;
ষোলকোটি মানুষ আটক
দেশ নামের বন্দী ঘরে!
সবাই যেন গরু ছাগল মেষ;
মুখে তালা বন্দুক লাঠি গুম
স্বৈর-শাসনে পুড়ছে দেশ।
খাচ্ছি নাকি মরছি আমি
আজ কে রাখে কার খবর
পকেট পূজোয় দিন-রাত্রী
কর্তা মন্ত্রী সব ব্যস্ত মগর!
সন্ত্রাস আর ধর্ষণ-কারী
এক মুদ্রার এপিট ওপিঠ;
ইয়াবা আর ক্যসিনো নেতা
মিলে মিশে গায় গীত।
মুখের ভাষা নদীর পানি
পেটের ভাত মাছের খনি;
সব হারিয়ে নিঃস্ব আমি
সঙ্গী শুধু চোখের পানি।
লাখো শহীদের রক্তে পাওয়া
আমার এই স্বাধীন বাংলাদেশ;
ভন্ড আস্তিক জঙ্গি নাস্তিক
দেশটাকে আজ করল শেষ।
------আলী ইউছুফ
বন্দী কারাগার
Reviewed by Author
on
নভেম্বর ০২, ২০১৯
Rating:
Reviewed by Author
on
নভেম্বর ০২, ২০১৯
Rating:









কোন মন্তব্য নেই:
আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।