বন্দী কারাগার


গণতন্ত্র আজ আমার
বন্দী কারা-গারে;
ভাবছি যদি হত্যা করে
রাতের আঁধারে!

বসল বুজি শকুন ঘাড়ে
স্বাধীনতার টুটি ধরে;
ষোলকোটি মানুষ আটক
দেশ নামের বন্দী ঘরে!

দেশতো নয় এক চারণ ভুমি
সবাই যেন গরু ছাগল মেষ;
মুখে তালা বন্দুক লাঠি গুম
স্বৈর-শাসনে পুড়ছে দেশ।   

খাচ্ছি নাকি মরছি আমি
আজ কে রাখে কার খবর
পকেট পূজোয় দিন-রাত্রী
কর্তা মন্ত্রী সব ব্যস্ত মগর! 

সন্ত্রাস আর ধর্ষণ-কারী
এক মুদ্রার এপিট ওপিঠ;
ইয়াবা আর ক্যসিনো নেতা
মিলে মিশে গায় গীত।

মুখের ভাষা নদীর পানি
পেটের ভাত মাছের খনি;
সব হারিয়ে নিঃস্ব আমি
সঙ্গী শুধু চোখের পানি।

লাখো শহীদের রক্তে পাওয়া  
আমার এই স্বাধীন বাংলাদেশ;
ভন্ড আস্তিক জঙ্গি নাস্তিক
দেশটাকে আজ করল শেষ।

               ------আলী ইউছুফ
বন্দী কারাগার বন্দী কারাগার Reviewed by Author on নভেম্বর ০২, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।

Blogger দ্বারা পরিচালিত.
x

আমরা আপনাকে বিনামূল্যে আমাদের আপডেট গুলি পাঠাতে যাচ্ছি। প্রথমে আপনার অনুলিপি সংগ্রহ করতে, আমাদের মেইলিং তালিকায় যোগ দিন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, অকেজো তথ্য প্রেরণ করে আপনাকে বিরক্ত করবো না। সুতরাং কোনও আপডেট মিস করবেন না, সংযুক্ত থাকুন!