এক চিলতে জাতীয়তাবাদ


আমি বুয়েটের অধম আবরার;
আমাকে করেছ তুমি অযথা সংহার!
আমি অবিকশিত প্রতিভা;
অপ্রস্ফূট গোলাপ নিভা।

কবি সাহিত্যিকরা প্রায়ই
ছন্দ বোঝাই উপস্থিত হত মঞ্চে-মালঞ্চে হৃদয়ের;
খুলে বসতো জাতীয়তাবাদ আর ইতিহাসের দরবার;
বিকশিত হতে নাপারা আমি বুয়েটের আবরার।

কত সংগ্রামী চৈতন্য তারুন্য
অনিশ্চিতের দিকে আজ!
যাদের কন্ঠে-খোঁপায় অবিনীত শ্লোগান,
শিরায় ধমনে ছিল স্বাধীনতার প্রতিশ্রুতি;
কিন্তু বিকশিত হতে পারিনি।

অমিত ইচ্ছে ছিল হৃদয় অতলান্তে
ভালবাসবো উন্মুক্তে তোমায়,
ধুলায় কাদায় বালিতে মহাকাব্য ছড়িয়ে;
বিচরণে সবুজের ফাঁকে ফাঁকে, তরুলতায়,
মরুতের অভ্যন্তরে প্রবেশ করে নির্মল সুবাসে,
ফড়িংয়ের চঞ্চলায় উড়ে বেড়াবো
পত পত শব্দে লাল সবুজ পতাকার,
ইছে ছিল- সোনালী কন্ঠে গাইবো কত গান
ভালবাসার চাদরে ঢেকে প্রিয় এই বাংলার,
অথচ সে আমাকেই করেছ তুমি অযথা সংহার।

কিন্তু কেন...???
আমিতো বলিনি কখনো তোমার উলঙ্গ কলঙ্কের কথা;
বলিনি...তুমি এক জারজ সন্তানের মা;
বলিনি-তুমি উচ্ছন্নে যাওয়া ছেলের পাপীষ্ঠ পিতা।
তুমিতো জন্মের আগেই আমার ভাইকে করেছো গুলিবিদ্ধ;
প্রহারে প্রহারে করেছো আমাকে ক্ষতবিক্ষত;
প্রভুর গোলামী রক্ষার্থে আমাকে করেছো রক্তাক্ত লাশ।
তুমিতো দাওনি আমাকে অবকাশ;
মায়ের আঁচলের গন্ধে নিতে
এতকটু স্বস্তির নিঃশ্বাস,
আমি বুয়েটের সেই আবরার;
অবশেষে তুমি যাকে করেছ অযথা সংহার!
আমি বলিনি-
তুমি হাজার বছরের লালিত বাঙ্গালী ঘরের কুলাঙ্গার সন্তান;
আমি বলিনি-
একাত্তরে স্বাধীনতার আড়ালে হয়েছো তুমি অন্যের গোলাম;
আমি বলিনি-
তুমি বাঙ্গালী নও-তুমিতো একজন খাঁটি বাংলাদেশী...।

আমিতো বলেছি-
বন্দর, গ্যাস, পানি-এসব তোমার নাড়ি ছেঁড়া ধন
প্রভুর কারণে স্বার্থ দিয়া বিলিয়ে দিওনা জীবন মন"।
কারণ সাতচল্লিশ থেকে একাত্তর
আজো খুঁজে ফিরি আমি; 
এক চিলতে জাতীয়তাবাদ!
স্বাধীনভাবে বেচে থাকার
এক টুকরো অধিকার!
আমি বুয়েটের সেই অধম আবরার;
যাকে করেছ তুমি অযথা সংহার!

                       ------আলী ইউছুফ

এক চিলতে জাতীয়তাবাদ এক চিলতে জাতীয়তাবাদ  Reviewed by Author on অক্টোবর ৩০, ২০১৯ Rating: 5

৩টি মন্তব্য:

আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।

Blogger দ্বারা পরিচালিত.
x

আমরা আপনাকে বিনামূল্যে আমাদের আপডেট গুলি পাঠাতে যাচ্ছি। প্রথমে আপনার অনুলিপি সংগ্রহ করতে, আমাদের মেইলিং তালিকায় যোগ দিন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, অকেজো তথ্য প্রেরণ করে আপনাকে বিরক্ত করবো না। সুতরাং কোনও আপডেট মিস করবেন না, সংযুক্ত থাকুন!