
হাজার বছর ঘুরেছি আমি টেকনাফ থেকে তেতুলিয়া
হাজার রাত কেটেছি বিনিদ্র রূপসা থেকে পাথুরিয়া,
সাত কোটি চোখে খুঁজেছি আমি হন্যে হয়ে তোমায়
খুঁজেছি দিবা রাত্রী কঠিন পথের ক্লান্তি হীন যাত্রায়,
জাতীয়তাবাদের পতাকা হাতে পেরিয়ে ঝড় বৃষ্টি নদী
ডিঙ্গিয়ে মারাঠা বর্গী, ইংরেজ পাক হানাদার বাহিনী,
কত শাণিত চোখে সন্তর্পনে খুজেছি আমি মরিয়া মরিয়া
অবশেষে কালুরঘাটে পেলাম দেখা তোমায় মেজর জিয়া।
-----আলী ইউছুফ
অবশেষে
Reviewed by Author
on
অক্টোবর ৩০, ২০১৯
Rating:
Reviewed by Author
on
অক্টোবর ৩০, ২০১৯
Rating:








কোন মন্তব্য নেই:
আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।