মোটেই আমি ভাল নাই;
মা আমার জেলে আছেন;
খাওয়া-দাওয়া কি খাচ্ছে্ন !
আকুল আমি দিন রাত !
স্বপ্নে দেখি পাঁচ-সাত !!
===================
দেশমাতা আজ বন্দী জেলে,
কোথায় তোরা কোটি ছেলে ?
ছিড়ে ফেল আজ গলার মালা,
ভেঙ্গে ফেল সব বন্দীশালা।
স্বাধীনতার অপর নাম হল
শহীদ জিয়াউর রহমান;
তারুন্যের সব অহংকার
জিয়া-তনয় তারেক রহমান।
====================
গণতন্ত্রের মা জননী
দেশনেত্রী খালেদা জিয়া;
হয়ে গেলেন দেশমাতা
বিনা দোষে জেলে গিয়া।
==================
লক্ষ কোটি জিয়ার সৈনিক
থাকবো তোমার পতাকা ধরে;
নতুন করে আজ নিচ্ছি শপথ
স্বাধীনতার ঐ দিনটি ধরে।
--------আলী ইউছুফ-০৮/১১/২০১৯ ইং
জাতীয়তাবাদী ছড়া -২
Reviewed by Author
on
নভেম্বর ০৮, ২০১৯
Rating:
Reviewed by Author
on
নভেম্বর ০৮, ২০১৯
Rating:










কোন মন্তব্য নেই:
আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।