আমার আছে জাতিসত্তা
আমার আছে জাতীয়তাবাদ,
'বাংলাদেশী' পরিচয় আমার;
'বাঙালি' হবার নেইকো সাধ।
আমার আছে নিজের শিল্প
আছে নিজের কৃষ্টি;
আরো আছে রীতিনীতি
আছে নিজস্ব সংস্কৃতি।
আমার আছে স্বাধীন ভুমি
আছে লাল সবুজ পতাকা;
আরো আছে নিজের ভাষায়
কত গান পুস্তক কবিতা।
আমার আছে নিজের ভাষা
আছে নিজের পরিচয়;
চিনেছে আমায় জিয়ার কন্ঠে
সেদিন গোটা বিশ্বময়।
------আলী ইউছুফ
আমার আছে
Reviewed by Author
on
নভেম্বর ০৭, ২০১৯
Rating:
Reviewed by Author
on
নভেম্বর ০৭, ২০১৯
Rating:









কোন মন্তব্য নেই:
আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।