লিমেরিকঃ ইউএমসি জুটমিল

  নরসিংদীর ইউএমসি জুট মিলের শ্রমিকরা ভুখা মিছিল করেছে । ছবি- অনলাইন













"ভাত দে-কাপড় দে" শ্লোগান উঠেছে পাটকলে
"নইলে একটু বিষ দে"-শ্রমিকরা আজ রসাতলে।
 ১১ দফা দাবি-অভাবে বেতন ভাতার 
 ভুখা, থালা, বাটি, প্ল্যাকার্ড,ব্যানার 
ইউএমসি জুটমিলের হাজার শ্রমিক আজ মিছিলে।

---------আলী ইউছুফ
               ২৫/১১/২০১৯ইং 
লিমেরিকঃ ইউএমসি জুটমিল লিমেরিকঃ ইউএমসি জুটমিল Reviewed by Author on নভেম্বর ২৫, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।

Blogger দ্বারা পরিচালিত.
x

আমরা আপনাকে বিনামূল্যে আমাদের আপডেট গুলি পাঠাতে যাচ্ছি। প্রথমে আপনার অনুলিপি সংগ্রহ করতে, আমাদের মেইলিং তালিকায় যোগ দিন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, অকেজো তথ্য প্রেরণ করে আপনাকে বিরক্ত করবো না। সুতরাং কোনও আপডেট মিস করবেন না, সংযুক্ত থাকুন!