একটি দেশাত্মবোধক গান----------
প্রিয় বাংলাদেশ আমার সবুজ বাংলাদেশ
তোমার রূপের নেই কোন শেষ।।
সুজলা সুফলা শস্য শ্যামলা
পাখীর গানে মন উতলা;
ঝর্ণা প্রপাত নদ নদী
রঙ বেরঙের ফুল কলি;
লতা পাতা বন বাদাড়
লাল মাটি গিরি পাহাড়;
আবারিত সবুজের সমাহার
মাঠে ক্ষেতে সোনালী আধার;
প্রিয় বাংলাদেশ আমার সবুজ বাংলাদেশ
তোমার রূপের নেই কোন শেষ।।
==================
পুকুর ভারা মাছ তোমার
কত গোয়াল ভরা গরু;
গোলা ভরা ধান তোমার
বৃক্ষ ছায়া মেটোপথ সরু;
ধর্ম বর্ণ নেই ভেদা ভেদ
কাটি জীবন আনন্দ সমেত;
থাকি যেথায় কাছে দূরে
জাতীয়তাবাদের শব্দ সুরে;
গাই গান আজো মিলে সবে
এসুখ নাজানি কতদিন রবে।
প্রিয় বাংলাদেশ আমার সবুজ বাংলাদেশ
তোমার রূপের নেই কোন শেষ।। -----আলী ইউছুফ-১২/১১/২০১৯ ইং
প্রিয় বাংলাদেশ
Reviewed by Author
on
নভেম্বর ১২, ২০১৯
Rating:
Reviewed by Author
on
নভেম্বর ১২, ২০১৯
Rating:









কোন মন্তব্য নেই:
আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।