টেকনাফ থেকে তেতুলিয়া
আছে যত গাছ গাছালি
নদ নদী শহর গ্রাম;
লতায় পাতায় ঢেউ তরঙ্গে
লেখা আছে সবখানেতে
শহীদ জিয়ার নাম।
রূপসা থেকে পাথুরিয়া
পাহাড় গিরি পর্বত ঘিরিয়া
যত ঝর্ণা প্রপাত বহমান;
কল কলিয়ে যায় বলিয়া
স্বাধীনতার ঘোষক হলেন
শহীদ জিয়াউর রহমান।
দেশ থেকে দেশ দেশান্তরে
সাগর জলে পাল ঊড়িয়ে
মাঝি মাল্লা নাবিক জেলে;
লাল সবুজের পতাকা নিয়ে
শহীদ জিয়ার পরিচয় দিয়ে
ঘাটে ঘাটে নোঙ্গর ফেলে।
জন্ম থেকে জন্মান্তরে
রাখাল রাজা শহীদ জিয়া
সবার মাঝে থাকবে বেচে;
গহীন বনে ফুল কলিতে
শ্রমিক গরীব বস্তীতে আর
কৃষক আইলের সারিতে।
----- আলী ইউছুফ
শহীদ জিয়ার নাম
Reviewed by Author
on
অক্টোবর ২৯, ২০১৯
Rating:
Reviewed by Author
on
অক্টোবর ২৯, ২০১৯
Rating:









কোন মন্তব্য নেই:
আপনার মুল্যবান মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে।